30+ বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook Best Bengali Status For Whatsapp & Facebook 2023

30+ বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook Best Bengali Status For Whatsapp & Facebook 2023 বাংলা ভাষায় সর্বশেষ গানের Latest Song Lyrics in Bengali - Movie, Hindi Song Lyrics in Bengaliসর্বশেষ বাংলা গানের লিরিক্স, বাংলা ফন্টের সাথে বাংলা গানের লিরিক্স, বাংলা ব্যান্ড গানের লিরিক্স, রবীন্দ্র সংগীত লিরিক্স পান - Get Latest Bengali Songs Lyrics, Bangla Songs Lyrics with Bangla Font, Bangla Band Songs Lyrics, Rabindra Sangeet Lyrics

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2023 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Best Bengali Status For Facebook & Whatsapp 

আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল সাইট গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে । সারাদিনের কাজের ফাঁকেই আমরা দেখে নিই কে কি পোস্ট করলো বা কে কি শেয়ার করলো তাদের নিজস্ব একাউন্ট থেকে । তাই নিজেকেও সবার সঙ্গে আপডেটেট রাখতে কিছু ছোট ছোট লেখা বা status শেয়ার করাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ।আপনি ইন্টারনেট এ হয়তো  Bengali Facebook Status বা Bengali What's app Status বা Bangla Status কিংবা Bangla Status For Facebook & What's app  খুঁজে থাকবেন । তাই এই পোস্টে রয়েছে বিশেষ কিছু লেখা যা আপনার হয়তো ভালো লাগবে । এবং এই লেখা গুলো যখন আপনি ফেসবুক স্ট্যাটাস বা হোয়াটস আপ স্ট্যাটাস এ দেবেন সেটা আপনার ব্যক্তিত্ব কে প্রস্ফুটিত করবে অনায়াসে ।
বাঙালীর কবিতা , গল্প তার মজ্জাগত । এই ওয়েবসাইটে তাই আমরা নিয়মিত লেখা আপডেট দিয়ে থাকি । 2023 এও আমরা আপডেট করেছি । সংযোজন করেছি 
মন ছুঁয়ে যাওয়া আরো কিছু স্ট্যাটাস । আপনার মন খারাপ থাকুক, কিংবা খুব ভালো থাকুক বং কানেকশনের এই স্ট্যাটাস গুলো চিরকাল আপনার সাথে আছে, থাকবে ।

আজকের এই পোস্টটি বাংলার সেরা স্ট্যাটাস কে নিয়ে । 30 টি সেরা বাংলা স্ট্যাটাস  এখানে রয়েছে ।
চলুন , এবারে শুরু করা যাক ...

Best Bengali Status 2023

আলতো 'বিষাদ ছোয়া'
একলা রাতে আমায় কাঁদাক
তোমার স্মৃতির হওয়া ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


Facebook Bangla Status



2.
নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ
উড়বে বলে আগুন খোঁজে 
শান্ত একটা ফানুস ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Whatsapp Bangla Status 


3.
দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায়
সারাটি জনম রেখগো আমায়
তোমার মনের মন পিঞ্জারায় ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস



4.
প্রেমে পড়ে গেলে পাশে থাকুন
মনে জায়গা নেই ।



Bangla Whatsapp Status


5.
আচ্ছা ,প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?
কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম
আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা



6.
হাজারো ভালোবাসার মাঝে 
আমার টা হয়তো একটু ফিকে,
যদি সময় হয় তাকিও আমার দিকে ।



Bangla Status For Whats app




7. 
কি অদ্ভুত তাইনা ?

প্রেমও তার সাথেই হয়
যে আমাদের কপালে নেই ।



Bangla status 2023

8. 
আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

9. 
না থাকতে চলে যাও ,
এসো না আর ফিরে ।
তোমায় নাহয় খুঁজে নেবো 
মিথ্যে কল্পনার ভিড়ে ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Alone status Bangla


10. 
ভালো থাকুক ভালোবাসা
অন্য কারোর ভালোবাসায় ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

বাংলা স্ট্যাটাস


11. 
অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে
আর আমি ?
আমি কথিত সেই বামুন 
চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

 Best Romantic Love Status


12. 
ভালোবাসাও একটা বাচ্চার মতো
যার চোখ আছে , হাত আছে 
অনুভূতি আছে ।
আছে একটা নামও , 
আর নামটা হলো , আদর ❤️ ।




30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


13.
 তুমিও দেখোনা ফিরে
আমিও লোকাই ব্যথা হেসে ,
আমাদের চাওয়া , পাওয়া বেঁচে আছে
বোবা এস এম এসে । 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


14. 
প্রতিটা মধ্যবিত্ত ব্যাচেলর অঞ্জন দত্তের
একটা করে বেলা বোস থাকে 
যাকে সে মন থেকে চাইলেও
কোনদিনই পায়না ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Bangla attitude status for Facebook

15. 
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাক না ক্ষত , আগুন দিলেই পুরবো
নাহয় রংমশালের মতো ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


বাংলা স্ট্যাটাস বাস্তবতা


16. 
ও পাড়ার পাগলিটাও আজ মা হলো
ধর্ষক পুরুষে , ধর্ষিত পুরুষতন্ত্র ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


Facebook Bangla status about life

17 .
প্রকৃত পুরুষ তো সে 
যে সুযোগ পেলেই নারী শরীর 
ছুঁয়ে দেখার চেয়ে 
নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


আরো পড়ুন , 20 Best What's app Status in Bengali 


18 .
রোজনামচা জীবন মানে 
নতুন অভিনয় ।
সুখ হাসে ঠোঁটের কোণে 
তবু দুঃখ আড়ালেই রয় ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

বাংলা স্ট্যাটাস রোমান্টিক ফেসবুক


19 .
 প্রথমত চা চাই
দ্বিতীয়ত চা চাই 
আর সবশেষে আমি চা চাই ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


Bangla funny status

20 . 
ডিনার করেছো ?
হ্যা 
কি খেয়েছো ?
কেন তোদের বাড়িতে রান্না হয়নি ?
লোকের বাড়ির হাড়ির খবর নেয়া কি ধরনের স্বভাব ?

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

21. 
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা
জলছবি আর আঁকবে না
জমানো অনেক গল্প ছিলো 
থাক ! তুমি বুঝবে না ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Smile Status In Bengali


22.
চাঁদ খুঁজতে গিয়ে আমি 
আধার খুঁজে পাই ।
সবার জন্য জ্যোৎস্না আছে 
আমার জন্য নাই ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

আরো পড়ুন ,

23.
জীবনটা এক যুদ্ধক্ষেত্র
চড়াই , উতরাই থাকবেই 
সব কিছু পেরিয়ে গেলে
তবে তো জিত আসবেই ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

24.
 ভাই , ওই মালটা দেখ যাচ্ছে
উফ ! কি ফিগার
তোর বোন যখন রাস্তায় বের হয়
তখন যদি এই কথাটা কেউ বলে ?
মানুষ নয় , মানসিকতা বদলাও ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

25.
তুমিও বোঝ , আমিও বুঝি

বুঝেও বুঝি না 
তুমিও বলো , আমিও বলি 
তবে সোজাসুজি না ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

26.
ভালো থাকি বা খারাপ থাকি 
মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি।


Bangla Caption



30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

27.
সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়
মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

Attitude Bangla Status



28.
প্রতিটা Excuse me শব্দের পিছনে
'এই বাল সামনে থেকে সরে 'কথাটি
লুকিয়ে থাকে।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস



29.
চলুন , পৃথিবীকে একটা সুযোগ দিন
আপনাকে আপনার 
কাজের জন্য মনে রাখার ..



30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস

30.
 তুমি রাত জেগে কি করো?
মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি 
আর লাইক , কমেন্ট react দিয়ে পাশে থাকি ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস


প্রিয় পাঠক / পাঠিকা আপনাদের সকলের জন্য আমরা নিয়মিত এই পোস্টে লেখা যোগ করছি।  তাই সকলের প্রতি অনুরোধ রইলো আপনারাও নিয়মিত মন ছুঁয়ে সমস্ত লেখা, স্ট্যাটাস এর জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 


31.
ভালোবাসার অশ্রু হয়,
বৃষ্টি হয়না। 
যদিও প্রেমের সৃষ্টি হয়,
শুভদৃষ্টি হয়না। 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


Bangla Status Sad



32.
তুমি চেয়ে আছো তাই 
আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই। 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


33.
সূর্যাস্ত কি প্রমান দেয়না ?
যে শেষটাও সুন্দর হয়। ...


Bengali Status Download



34.
তুমি কই, তুমি নাই 
আমি তোমাকেই চাই 
আমি বারেবার বহুবার 
তোমাকেই চাই।  

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

35.
জমিয়ে রাখা নালিশগুলো 
পরেই রয়ে গেলো 
সে আপন মানুষ হঠাৎ করে 
পরের হয়ে গেলো। 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

36.
হায়রে মানুষ রঙিন ফানুস 
দম ফুরালেই ঠুস্ 
তবুতো ভাই 
কারোরই নাই একটুখানি হুশ। 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

37.
ভালো থাকুক 
হারিয়ে যাওয়া 
আপন মানুষগুলো। 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


আরো পড়ুন ,

Bangla Status For Facebook


এতক্ষন আপনারা যেসব Bangla Status গুলো পড়ছিলেন  সেগুলো আপনারা সব সোশ্যাল মিডিয়াতে ব্যাবহার করতে পারবেন Facebook Bangla Status হিসেবে কিংবা Bangla Status for Facebook হিসেবে । কিন্তু এখন যে Bangla Status গুলো আপনারা পড়বেন সেগুলো শুধুমাত্র ফেসবুকের জনই ব্যাবহার করতে পারবেন । যদিও আপনি চাইলে Bangla What's app Status হিসেবেও ব্যাবহার করতে পারবেন । নিজের প্রিয়জন , ভালোবাসার মানুষ কিংবা বন্ধুদের জন্যও পোস্ট করতে পারেন কিংবা পাঠাতে পারেন তাদের মেসেঞ্জার এ ....

Facebook Bangla Status 

আরামের বৃষ্টি , হেডফোনে সুন্দর গান
সাথে কারেন্ট অফ 
প্রতিদিনের জীবনে ছোট্ট একটু মন ভালো করা ...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

আমাদের প্রতিদিনের এই একঘেয়ামী জীবনে সবার মনই চায় একটু আলাদা কিছু করতে । তাই বৃস্টিভেজা কোন দুপুর বা রাতে আপনি চাইলে এই Statusটি আপনার Facebook Timeline পোস্ট করতেই পারেন ।


Alone Status Bangla 

প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে
পার্থক্য করতে শেখো ...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

জীবনে আমাদের অনেক সময় এমন কিছু মানুষ আসে , আমরা হয়তো বুঝতেই পারিনা তারা আমাদের জীবনে কেন এসেছে , প্রয়োজনের খাতিরে নাকি প্রিয়জনের ভালোবাসা পাওয়ার আশায় ....

Bangla Koster Status 

গল্পটা আমাদের হতে পারতো
কিন্তু গল্পটা আমার হলো , আমাদের নয় ...


30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

ভালো কে না বসেছে ? জীবনের কখনো না কখনো, কোন না কোন এক প্রান্তে আপনি নিশ্চই কাউকে না কাউকে ভালোবেসেছেন ..কি তাইতো ? যে মানুষকে দেখে পাথর মনে সেও জীবনের কোন এক সময় কাউকে নিদারুণ ভালোবেসেছিলো । আপনার ভালোবাসা হারিয়ে গেছে ? নাকি দূরত্ব তৈরি হয়েছে ? 
সে যাই হোক আমরা আপনার সঙ্গে সবসময় আছি । আপনার এই মনখারাপের সময়ে Bangla Koster Status টি আপনি দিতেই পারেন আপনার Facebook Bangla Status এর Album টিতে ।

Bangla Love Status 

তুমি আমার ব্যাস্ততা 
আমি তোমার অবসর ...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

নতুন প্রেমে পড়েছেন কিংবা ভালোবাসার মানুষকে একটা সুন্দর মেসেজ পাঠাতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কি পাঠাবেন , তাই তো ? 
আপনাকে কোন মেসেজ পাঠাতে হবে না । ওপরের এই Bangla Status টি আপনি আপনার Facebook এ পোস্ট করে দিন ,আর দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার ওপর কিভাবে ইমপ্রেস হয় ।


Bangla Valobashar Status 

কিছু কথা জমা থাক 
খাতার শেষ পাতায় ,
জল রঙের নেশায় আর 
ভোরের প্ৰথম কবিতায়

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook
ভালোবাসা আর ভালোবাসার মানুষের জন্য স্পেশাল কিছু পাঠাতে চাইছেন ? তো দেরি না করে চটজলদি এই Bangla Valobashar Status টি পাঠিয়ে দিন ।


Romantic Bangla Status For Facebook

আগলে যত রাখি তোমায়
ততই তুমি দূরে পালাও 
কখনো বলো ভালোবাসি 
কখনো আবার বন্ধু বানাও....

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

Bangla Premer Status 

তোমার শহরে আধার নামলে 
খবর দিয়ো আমায়,
আলোর মতো প্রহরী হবেন
তোমার প্রেমিক পাড়ায় ..

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook
Bangla Smile Status

তুমি আধার রাতের আলো,
তুমি হাসির মতোই দামি,
তোমার হাতা গোটানো শার্ট
আর তাতেই ক্রাশ খেয়ে যাই আমি ...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

Facebook Bangla status about life

একটুখানি মানিয়ে নাও খারাপ সময়গুলো
আমি আজ আর আমি নেই, নেই খুব ভালো
একটা দিন আমার আসবে ঠিকই , তোমার আমার কাছে
আক্ষেপগুলো ভরিয়ে দেবো , নতুন করে বেঁচে ...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

খারাপ সময় প্রতিটা মানুষের জীবনের আসে । আর সেই খারাপ সময়গুলোতে পজেটিভ থাকাটা খুব জরুরি । কারণ , আপনি নিজে পজেটিভ থাকলে তবেই না খারাপ টাকে অতিদ্রুত কাটিয়ে উঠতে পারবেন । আপনার ও আপনার প্রিয়জনকে পজেটিভ রাখতে আমাদের এই Facebook Bangla Status টি কাজে লাগবে আশা করি ।

Alone Status Bangla 

গভীর রাতের কান্নাগুলো 
বালিশ চাপাই রেখো ,
সকাল হলে বুঝুক সবাই
নিষ্ঠুর তুমি কত ....

                 30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook 
এই শেষ বাংলা স্ট্যাটাসটি শুধুমাত্র তাদের জন্য লেখা , যারা মাঝরাতে বালিশ চাপা দিয়ে কান্না করে আর সারাদিন হাসি মুখে কিংবা আবেগহীন ভাবে কাটায় ...



কথা দিলাম
আমি দূরেই রবো
তোমার গল্পে...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

তুমি এমন কাউকে ভালোবাসো
যে তার ভালোবাসা দিয়ে
তোমায় ভরিয়ে রাখবে...

কিছু গল্প, কিছু কথা জমানো থাকে হৃদয়ের বড্ড গভীরে । হয়তো সেইসব কথা কাউকে বলা হয়ে ওঠেনা । শুধু কিছু দীর্ঘশ্বাস আর এলোপাথাড়ি অনুভুতির মাঝে চিরকাল বেঁচে থাকে । বেঁচে থাকে বুকের গভীরে হৃদয় নামক ছোট্ট জায়গাটিতে ....

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

আমরা দূরে থাকলেও
তারিখ কিন্তু বলছে
১/০৭ এই আছি...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


বাংলা attitude স্ট্যাটাস

তুমি এমন কাউকে ভালোবাসো
যে তার ভালোবাসা দিয়ে
তোমায় ভালো রাখবে ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

Facebook Status Bangla 2023


যদি এখন যাচাই করে
ভালোবেসেছি কত
বলবো তুমি তরকারিতে দরকারি
নুনের মতো।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

রাতের সাথে আমার কথা
যখন সূর্য দেয় ভেঙে
বুঝি কত আমি একা, এই ক্লান্ত সকালে...

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

এবার শ্রাবনে চোখকে দিয়েছি ছাড়
এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


হৃদয়ের কিছু অনুভূতি হয়তো সবসময় আমরা প্রিয়জনকে
প্রকাশ করতে পারিনা। অথবা সেই অনুভূতি আমাদের হৃদয়ে চিরকাল একপাক্ষিক হয়েই থেকে যায় । কিন্তু যার জন্য অনুভূতি জমে পাহাড় প্রমান । সে হয়তো অন্য কারো সাথে নিজের অনুভূতি ব্যক্ত করতে ব্যস্ত ।

ভালোবেসে স্মৃতিতে নয়, ইতিতে রেখো
তুমি আমার দ্বিতীয় বা তৃতীয় নয়
শেষ প্রেমে থেকো ।


ভালোবাসার অশ্রু হয় 
বৃষ্টি হয়না,
যদিও প্রেমের সৃষ্টি হয়,
শুভদৃষ্টি হয়না।  


কতটুকু আঁকা যায় কল্পনায় তারে
আমিতো রেখেছিলাম ভূমিকায়
সে রেখেছিলো উপসংহারে ।

প্রতি রাতে একটা ফোনের অপেক্ষায়
রাত জাগত যে,
সেসব বহুদিন আগেকার কথা
তখন আমায় ভালোবাসতো সে ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

যে যার মতো ব্যাস্ত,
আমি একাকীত্বেই অভ্যস্ত । 

ছেড়ে গেলেও ভোলা যায়না,
স্মৃতিতে আটকে থাকে ঠিক
ক্যালেন্ডার বদলে যায়
ভোলা যায়না সেসব তারিখ।

একটা সম্পর্ক কিন্তু অনেক স্মৃতি রেখে যায় । এই যেমন রাত জেগে কথা বলা, একসাথে ঘুরতে যাওয়া, ঝগড়া খুনসুটির মধ্যে ছোট বড় এমন অনেক কিছু আছে । যা আমাদের ওই বুকের বাঁ দিকটায় জমা হয়ে থাকে । সময়ের সাথে সেই মানুষটি হয়তো জীবন থেকে হারিয়ে যায় । কিন্তু তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো বা তারিখগুলো কিন্তু আজীবন স্মরণে থেকে যায় ।

Bangla Status Funny


অনুভবে তুমিই থেকো
হোক গ্রীষ্ম, বর্ষা বা শীত
আমি প্রেম দিয়ে 
ভুলিয়ে দেবো কষ্টের অতীত ।

30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


Bangla Status About Life Love


জানি দূরে, অনেক দূরে
গেছো কি সব প্রতিশ্রুতি ভুলে ?
আবার তো শুরু করা যায়,
তুমি মঞ্জুরি দিলে ।

ইচ্ছেগুলোর ইচ্ছে করে না 
ভালোবাসতে আর,
একটাই তো মন
ভাঙবে সে কতবার ?

Bengali Status Love 



যাকে পাওয়ার অপেক্ষায় স্বপ্ন দেখে মন
তার মনে বসত করে
হয়তো অন্যজন ।

এখনো তো কত কথা বলার আছে বাকি,
তোমার পাশে আর একটুখানি থাকি ?

অভিশপ্ত বুলেট হয়তো জানে না 
ভালোবাসায় যারা বেঁচে থাকে,
মৃত্যু তাদের ছুঁয় না। 

হায়রে মানুষ 
রঙিন ফানুস 
দম ফুরালেই ঠুস্ 
তবুতো ভাই কারোরই নাই 
একটুখানি হুশ। 

পাহাড় সম আসুক বাধা 
কিবা আসে যায়,
তোমার বিজয় নিশানীতে 
সব হবে গো লয়। 


আমি তোর নামে ঠিকানাগুলো হারাতে চাই 
আমি তোর নামে পথের শেষে 
ধুলো শুধু কুড়োই। ..

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


যন্ত্রনা বেড়ে চলুক 
নেশার বোঝা যতই হয়ে যাক 
ভালোবাসি বলা চলবে না,
সেটা নিঃশব্দেই বেঁচে থাক। 


তুমি ভেঙে পড়োনা এভাবে,
কেউ থাকে না
চিরদিন সাথে।  

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook

সে চলে গেলেও 
থেকে যাবে তার স্পর্শ 
আমার হাতের ছোয়ায় 

30+ Best Bengali Status For Whatsapp & Facebook 2021 | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | Bangla Status For Facebook


দূরত্ব কি ভালোবাসা বাড়ায় 
নাকি চলে যাওয়ার বাহানা বানায়। 

মনোনীত হয়নি আমাদের গল্প 
উপওয়ালা করেনি স্বাক্ষর। 

ভালো থাকুক,
হারিয়ে যাওয়া 
আপন মানুষগুলো। ..


তুমি কি আমার মধ্যরাতে
বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবে ?


সবাই বলে খুশি থাকো 
কিন্তু থাকতে দেয় কই ?


কেউ আসেনি 
বাড়িয়ে ছিলাম হাত 
দিন তো যাবেই 
যেমন গেছে রাত।  

জন্মান্তর যদি মিথ্যে হয় 
এই হবে শেষ দেখা 
ভালোবাসি কেন যে 
তোমায় হবেনা 
কখনও বোঝা। ...

তারা যারা হেঁটেছিলো একসাথে 
তবু এক হতে পারেনি,
তারা যারা ভেবেছিলো ছেড়ে যাবে 
তবু পিছুটান ছাড়েনি।  


তোমায় নিয়ে স্মৃতির লড়াই জারি 
জিতবো ভেবেও হারছি প্রতিবারই। 

আমি হাত দিয়ে যা ছুঁই 
তাই - ই দুঃখ হয়ে যায়। 




আশা করছি বাংলা স্টেটাস Bangla Status গুলো আপনাদের ভালো লেগেছে , ভালো লাগলে বন্ধু ও প্রিয়জনদের সাথে সেরা করতে ভুলবেন না।  আর , আরো মন ছুঁয়ে যাওয়া Bangla Whatsapp status , Bangla Facebook Status পড়তে আমাদের ওয়েবসাইটের স্টাট্যাস গুলো দেখুন , এখানে রয়েছে ২০০০ ও বেশি বাংলা স্ট্যাটাসের বাংলার সবচেয়ে কালেকশন। .. 
Close Menu